প্রাচুর্যে ভরপুরতা- ভালোবাসা
দ্বেষ সৃষ্টি করে,
আমাদের দরকার- শাশ্বত আত্মার
সৌন্দর্য বিকাশে যেন অবিচল
ঢেউ খেলে যায় মনের অজান্তে...
বাহ্যিক দৈন্যতা আজ বিদায় নিলেও
মনের দৈন্যতাটুকু ত্যাগে ব্রতী হওয়ার
পথ সুগম হলেই হয়!
এখন লোকেরা আর অভাবী নয়,
শুধু স্বভাবেই অভাবীর ভান ধরে!
দারিদ্রতা দূরে সরে গেলেও মনের
দীনতা দূরে সরে যায় নি...
ধনাঢ্য ব্যক্তির দান নেওয়ার
গোষ্ঠী দিনে দিনে কমে যাচ্ছে...
অর্থের অভাবে আর কেউ নেই।
পুরাকালে অভাবের তাড়নায় কতো লোক-
নিজ ছেলে-মেয়ে বিত্তবানদের
কাছে খেয়ে-পরে প্রতিপালনের
জন্য দিয়ে দিত!
এখন আর না...
জীবনে চলার পথে মনুষ্যত্ব-
তারই স্বভাবজাত মহানুভবতা
বয়ে এনে- সমাজ সংসারে
সুন্দরের পথে এগিয়ে গেলেই হয়...
তাং- ১৪/০৬/১৯ ইং