গরমটা আজ বেজায় বেশি অস্থিরতায় কাটে,
শীতল পাটি হাত পাখাটা সঙ্গী হলো খাটে।
বৃক্ষ ছায়ায় বসে লোকে সাপ লুডুও খেলে,
উষ্ণতারি অলস দুপুর গল্পে কৌতুহলে।
শ্রমজীবী কৃষকেরা অতিষ্ঠ গরমে,
কাঠফাটা রোদ পুড়ছে দেহ বিপাকে চরমে।
দক্ষিণ বায়ু সখ্য পাতে উষ্ণতাকে নিয়ে,
ঘামে ভেজা দেহ শুকায় শান্ত বাতাস দিয়ে।
ছাতা হাতে ধীর পায়ে বৃদ্ধ চলে যেথায়,
আপন মনে জীবন রথের সায়াহ্নে মিলায়!
ক্লান্ত পথিক বৃক্ষতলে শ্রান্তি নিয়ে ফিরে,
গন্তব্যে তার যায় না কেহ হিট ষ্ট্রোকে পড়ে।
তৃষ্ণায় কাতর চাতকিনী খুঁজে চলে জল,
হাহাকারে বুকটা ফাটে তাপদাহে সকল।
তপ্ত গরম বৃষ্টি ডাকে আকাশ পাণে চেয়ে,
প্রয়োজনে যায় না পাওয়া একটু বারি বেয়ে।
তাং- ৩০/০৪/১৯ ইং