স্বাস্থ্য নিয়ে বিষম ঝুঁকি
থাকছে সবার মনে,
সেকেলে দিন নেই তো জানি
নব্য নিকেতনে।
বিশ্বায়নের এ দিনে আজ
বিশ্ব স্বাস্থ্য মেনে,
সভ্য সমাজ উদ্ভাবনে
পথ্য তত্ত্ব এনে।
দুর্দিনেও সেবা দানে
যারা অবিরত,
মহান পেশায় হিতকারী
কুর্নিশ শত শত!
তাং- ০৭/০৪/২০২০ ইং