লাভের হিসেব কষে কষে ধন্য তুমি,
ফাইনাল একাউন্ট ভুল হয় কিনা
সচেতনে রক্তচক্ষু!
আয়-ব্যয় এক যুগান্তকারী দাবার বিশ্ব চাল-
নিখুঁত চলনে পৌনঃপুনিক পর্যন্ত...
লভ্যাংশ আগালে তো কথাই নেই,
লোকসানে বজ্রপাত সারা বিশ্বে!

সারাদিন শেষে- একবার ভেবে দেখ
পুলক লাভের প্রশস্ততা কতটুকু!
একান্তই,
এই হিসেবের খাতা বেমালুম ভুলে যাও আজ,
ওখানেই- তোমাদের সুখ সত্তা বিরাজিত!

যাতনার যাতা কলে
অপরিণামদর্শী প্রফুল্ল চিত্ত মুখ থুবড়ে পড়ে!
ধনদৌলত ঐশ্বর্য যেন সঙ্গে যাবে ঐ জগতে...
পরম প্রাপ্তব্য হলো-
সন্তোষ লাভের তৃপ্তি সুখ আহরণে!

তাং- ১৭/০৬/২০২০ ইং