দোষ টা দেওয়া বড়ই সহজ
এই দুনিয়ার মাঝে,
সত্য কথা আড়াল রেখে
কারসাজি-তে সাজে।
আসল দোষের মদত দাতা
অন্তরালে থাকে,
নিরপরাধ লোকে শুধু
দণ্ড সাজার ফাঁকে।
পাচারকারী করছে হরণ
সম্পদ অবিরত,
অহেতুক সে পাড়ি জমান
ভিনদেশেতে যত!
বাজার দরের উত্থান পতন
নিত্য দিনে চলে,
সিন্ডিকেটের হাতে জিম্মি
গরীব চাষি বলে।
ধনধান্যে পুষ্পে ভরা
সোনার দেশের তরে,
ভালোবেসে জাগায় চিত্ত
সোনার বাংলা গড়ে।
তাং- ১৬/০৮/১৯ ইং