আর কতো কাল থাকবো ঘরে
নেই তো কারো জানা,
আলোর দিশা
দেখবে চলো- আর করো না মানা!
কেউ তো বলো! সুখবর এক
বন্ধ দুয়ার খোলার,
মন মানে না-
খাঁচার ভেতর উড়বে চলো এবার!
ঝড়ো হাওয়া বোশেখ বুঝি
একাকী দেয় দোলা,
আম কুড়ানির
সখ্যমহল পথও তাদের ভোলা!
সোনালী ধান ডাক দিয়েছে-
ঘরে গোলা ভরার,
হায় রে কৃষক!
দূরে কেন? দাও না সঙ্গ কাটার।
বাতাস ভরা বার্তা শোকের
বিশ্ব হাহাকার,
জ্বলছে দেখ
অন্তঃকরণ শুধু একাকার!
থমকে থাকা বিজ্ঞানও কী
নিরুপায়ে আজ,
হে বিধাতা!
দেখাও উপায়, একি খেলার সাজ!
তাং- ১৮/০৪/২০২০ ইং