গ্রহের উপর গ্রহের ছায়া
এ-তো হলো- গ্রহণ,
আলোর পথে প্রতিবন্ধক
থাকে কিছু ক্ষণ।
দিনের আলো ঢেকে গেল
হঠাৎ করে ভবে,
স্বভাবজাত নিয়ম মেনে
আলোক সজ্জা হবে!
জীবন পথে ছোট্ট ভুলও
বিপদ ডেকে আনে,
গ্রাস করে নেয় সকল আলো
শূন্যতারই পানে।
মানবতা, মানব সেবা
জগত করে আলো,
ঐ আলোতে দীন দুঃখীর
দূরে সরে কালো।
তাং- ২৭/১২/১৯ ইং