বন্ধুর বন্ধুত্ব নিয়ে করো না কোন দ্বিধা,
সুখে-দুখে সব কিছু জানাতে সুবিধা।
বন্ধুকে অনেকে ভাবে আত্মার বাঁধন,
একান্ততথ্য-ব্যথা সব - করে আলাপন।
সৌহার্দ্য বন্ধুত্বে চাই মানবতাবোধ,
সহজ সরলে থাক উভয়ে সুবোধ।
প্রকৃত সুহৃদ সুজন করে না ক্ষতি,
বন্ধুত্বের মূল্যবোধে অবিচল অতি।
দংশিত বন্ধুরা থাকে ছলনার ফাঁকে,
বিপদে ফেলবে বলে সুযোগেই থাকে।
বন্ধুত্ব নামের তারা কলঙ্ক সমাজে,
হিংস্র জানোয়ার সেই নরাধম সাজে!
দুর্বৃত্ত সংশ্রব মিত্র বর্জনের তরে,
বিপদের সখা হলে আসলেই লড়ে।
অর্থ মোহ লোলুপতা থাকে না যেখানে,
ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠে সেখানে।
তাং- ১৯/১১/১৮