তোমার রূপেতে মুগ্ধ হতো যে দর্শক শ্রোতা কত,
পরমানন্দ দিয়ে গেলে শুধু অফুরান শত শত!
কখনো হাসিতে, কখনো অশ্রু-ফুটিত প্রদর্শনে,
জীবন কাহিনী জীবন্ত হয়ে ধরা দিত সংগোপনে।
সফল জনমে- রেখে গেলে সব হাজারো সুখের প্রীতি,
মাটির মমতা মাটিতে মিশেছে দুঃখ টা আজ স্মৃতি !
গাইবে না পাখি গান ওর আজি পৃথিবীর বুকে আর,
এমন কাকলি শুনিবে কি লোকে যতকাল বাঁচে তার!
জননীর কোলে শূন্যতা যেন নির্জনে অভিমানে,
ফিরিবে না আর রূপালী আলোক ঝলকিত চাঁদ পানে।
তাং- ১৯/০৪/২০২১ ইং