শিশির ঝরানো রাত এলো বুঝি ফিরে,
শীতের আমেজ যেন প্রাতঃকাল ঘিরে।
শিউলি ফুলের ঘ্রাণে সুবাসিত আজ,
আঙিনা বিছানো এক তারা ভরা সাজ!
সাদা মেঘ উড়ে চলে অজানার দেশে,
নিমেষেই মিশে যায় দূর পাদদেশে।
কাশ ফুলে ভরে গেছে নদীর ওপার,
দোলায় বাতাসে কার আঁচল এপার?
ভাদ্র মাসে তাল পিঠা খেলে মন ভরে,
আশ্বিনের দিন গোনা সবে শুরু করে!
শরতের আগমনী দোলা দেয় মনে,
মায়ের বদন খানি ভাসে অনুক্ষণে।
তাং- ০৯/০৯/২০২০ ইং