তুমিই আমার মমতাময়ী মা- যার কোলে
পিঠে বড় হয়ে উঠে স্নেহের সন্তান।
তুমিই আমার আদরের বোন যার মুখে
কল্পলোকের উপকথায় শিশু
ঘুমের রাজ্যে হারিয়ে যান।
তুমিই আমার রাজকন্যা যার হাজারো বায়না
আবদার পরিপূর্ণ হয় পরম আনন্দে।
তুমিই আমার সহধর্মিণী যে তীর্থের কাকের
মতো অপেক্ষায় থাকে কখন আসবে
তার প্রিয়তম স্বামী দিনের শেষান্তে।
নারী- মমতাময়ী মা, আদরিনী বোন,
প্রিয় কন্যা আর তুমি অর্ধাঙ্গিনী বহু রূপে।
তুমি অনন্ত সত্তার অধিকারী শতরূপে!
তাং- ০৮/০৩/১৯