সাগরের সব জল শুকিয়ে গেলেও
রক্তের দাগ মুছে যায়নি আজও,
শুকিয়ে যায় নি মায়ের চোখের জল!
যে বীজ সেদিন পুঁতেছিল- তা আজ
ডালে ডালে ফুলে-ফলে পল্লবিত,
শিমুল-পলাশে সেই স্মৃতিচিহ্ন বয়ে চলে।
সেদিন যে ভালোবাসায় সংকল্পিত ছিল,
তা আজ প্রতিটি বর্ণমালায় বিরাজমান।
এ ভালোবাসা, এ ত্যাগ চির অমলিন!
একুশ সবার মনে প্রাণে-
একুশের চেতনায় বিশ্ব আজ জাগরিত।
একুশ তোমায় ভুলবে না কেউ!
তাং- ২০/০২/২০২০ ইং