এমন দুঃখের কথা
তোমাকে কতবারই শুনিয়েছি,
শুধু পাশ কাটিয়ে যাওয়াই সার!

দুঃখী জনের কাহিনী
কেউ কী শোনার আছে...

তবু,
যাকে পায় বলে যায়,
যদি কৃপা হয়...

আসলে আমরা এক,
একা- জন্ম, মৃত সব দিকে...
যদিও,
আপাত দৃষ্টিতে মনে হয় সব আছে!

রাজ পত্নী- সীতার অগ্নিপরীক্ষা
হয়েছিল বারবার...

তাং- ০৪/০৫/২০২০ ইং