পৃথিবীতে এক মাত্র ভোগ্য বস্তু,
       অনেক অনেক শক্তিধর!
যাকে আমরা দ্বিতীয় গড বলি।
       সীমাহীন এর শক্তি,
যা ব্যতীত প্রতি মুহুর্ত অচল বিশ্ব।

কি সেই অমূল্য বস্তু ?
      কেনই বা এতো শক্তিধর!
কি তার এতো গুণ? যুদ্ধ কিংবা শান্তিতেও
      সব ক্ষেত্রেই যার এতো প্রয়োজন!
অগাধ সম্পদের মধ্যে স্থান যার সর্বাগ্রে!

যদি কোন অস্থিত্বে বিশ্বাস করি
      তাহলে এটিকে দেখেই বলবো-
নিয়ন্তার অস্থিত্ব কতোই মহৎ হতে মহৎ হতে পারে!
     বিশ্বের অনন্ত শক্তির মধ্যে ও
যার মূল্য তাবৎ দুনিয়ার শক্তির সহিত
     আপোষ হয় না।

এটি দিয়ে অসীম জগতের চাকা
      খুব দ্রুততম গতিতে চলেও বটে!
যার জন্য এতো হানাহানি ছাড়াছাড়ি,
      ভাগাভাগি লুকোচুরি,
মিথ্যের আশ্রয় ক্ষমতার জয়!

হ্যাঁ, সেই অতি ভোগ্য বস্তু! সেই পরম ধন টাকা!
      অবাক করা সেই জড় শক্তি,
সচল পৃথিবীর চালিকা শক্তি!
      এই টাকা! যাকে বলে - টাকা, রূপি, ডলার।
মহাশক্তির এক টুকরো ছোট্ট কাগজ!


তাং - ০৩/১০/১৭