এক মহাকাল চলছে আকাল
এমনতর খেলা,
শেষ হবে না এ যাতনা
এই যে হেলাফেলা!
সমাজপতি, বিচারপতি
কার কাছে যায় বলা,
প্রতিকারে, উপকারে
নেইতো উপায় মেলা!
রাগ রাগিণী, অভাগিনী
কান্না আহাজারি,
কর্ণগোচর হবে না আর
অতি তাড়া-তাড়ি!
আপনা ত্রাণে মুক্তি আনে
কালের শিক্ষা আজ,
স্বপ্ন রথে কল্প পথে
আসবে আবার সাজ!
তাং- ৩০/০৪/২০২১ ইং