তোমার আলোয় আজ আলোকিত জানি,
মনুষ্য জগতে তাই অজ্ঞ নই মানি!
মহান আত্মার দানে ধন্য তুমি বীর,
জ্ঞানের ভাণ্ডারে তব পূর্ণতায় শির।
বনের গুহায় ছিল যার বসবাস,
সভ্যতা বিকাশে চায় মহাশূন্যে শ্বাস।
অন্ধকার যায় দূরে জ্ঞানের আলোয়,
আত্মার অতল ঘিরে অপার ভালোয়।
গোলাপ পাপড়ি যেন- মেলে যায় ডানা,
প্রস্ফুটিত হতে লোকে নেই কোনো মানা!
জীবন আদর্শে যার মহামূল্য দান,
প্রদর্শক শিক্ষাগুরু সমাজের শাণ।
প্রকৃত শিক্ষক হয় মাতাপিতা আগে,
শিক্ষাদাতা জ্ঞান দেন মনুষ্যত্ব বাগে।
তাং- ০৩/০৯/১৯ ইং