যে-দিন তোমার হয় আগমন ভবে,
বনমালী এসেছিল ফুল হাতে করবে বরণ তবে।
রংধনুর বিচ্ছুরণে সেজেছিল অভ্যর্থনা কক্ষ,
স্বর্গীয় পরীরা এলো
নবরূপে নাচবে গাইবে এ-ই লক্ষ।
আকাশের যত তারা জড়ো হলো আলো দেবে বলে,
জোনাকি সাজালো এক নৃত্য ছন্দ
ঝিকিমিকি জ্বলে।
মৃদুমন্দ সমীরণে সুখী পরিবেশ,
পরিজন এলো কতো চাঁদমুখ তাকাতে অশেষ!
নবম ধ্বনিতে শাঁখ বেজে উঠে আজ,
উপহারে ভরে গেল দীপান্বিত সাজ!
কেউ দিল চকোলেট, কেউ দিল ফুল,
কেক কেটে সুর তোলে
তব সঙ্গী কুল।
কেটে গেল সারাদিন-
আয়োজন, আপ্যায়ন, হৈ-হুল্লোড়ে লীন!
এভাবে ধরায় থাকো ওগো বেবিডল,
আনন্দ উল্লাসে মাতো অখণ্ড মণ্ডল।
শত জনমের আলো ছড়িয়ে আবার,
এদিন আসুক ফিরে
ঘুরে বার-বার!
তাং- ০৯/০৭/২০২০ ইং