সুবাতাস বয়ে যায়
বলে লোকে আনন্দিত হয়,
দুঃখের প্রাচীর ঘেরা
বাতায়নে- অধীর আগ্রহে অপেক্ষায় মন...
এমন সময় যদি উন্মুক্ত বাতাস
এতটুকু দোলা দেয়...
কেউ যদি বলে যায় ভালোবাসা অক্ষত থাক না!
সূর্যমুখী চিরদিন সোনালী রঙের
আর একমুখী এর
প্রতিভা বেষ্টনী...
অথচ আবার মেঘলা
বৈশাখের হানাহানি এসে...
ঠিক যেন ঐ বাতায়নও অবরুদ্ধ
করে মুক্তির আহ্লাদ চাপা দিয়ে যায়!
তাং- ০৯/০৫/২০২০ ইং