সুবাতাস আছে বলে
দিব্যি ভালো আছ- জগৎ সংসারে,
ঐ দূরের পর্বত, বারিধি দেখে দেখে
মন এক অনাবিল আনন্দের গান ধরে।
শ্রাবণ দুপুরে ঝিম ঝিম বৃষ্টি,
জানালার পাশে টুপটাপ ধ্বনি,
জবা ফুলের দুলুনি এক ক্লান্তি হীন দিশা দেয়!
তুমি বাংলা ধারাবাহিকের দৃশ্যে মগ্ন
এক নব চেতনার উদ্দীপ্ত নয়নে,
পরের দৃশ্যের অপেক্ষায়...
দৈবাৎ আগাম বার্তাহীন ঘূর্ণিঝড়!
সব মোহ দূর করে
সাধের আত্ম ভুবন ভেঙে দিয়ে গেলো।
জলসা ঘরের আলো পর হয়
এ করোনা কালে সব রক্ত জল করে!
তোমার ভুবন নাও- মাঝ দরিয়ায়
বৈঠা হীন দিকভ্রান্ত!
আমি অভিলাষী পাল তুলে বসে আছি
দুষ্টচক্র পালাবে কখন...
তাং- ০৫/০৭/২০২০ ইং