দশভুজা ভগবতী অমঙ্গল দূরে,
মর্ত্যের মাটিতে আসে অশোভন চুরে!
জীব সৃষ্টি চিহ্ন রূপে শঙ্খ শোভা পায়,
বরুণ জানেন মাকে শ্রেষ্ঠ এ ধরায়!
সৃষ্টির ভূকেন্দ্র ঘিরে দেবী আবর্তিত,
বিষ্ণু দেন চক্র তা-ই হয়ে সমন্বিত।
তিমির কাটাতে ব্রহ্মা মাকে পদ্ম দেন,
সুসজ্জিত অস্ত্রে সেজে অসুর নিধন।
অশুভ জয়ের তরে খড়্গ এক হাতে,
লক্ষ্য বস্তু বেঁধা এক তীর-ধনু তাতে।
সত্ত্ব, রজঃ, তমঃ গুণ এ-তো শিল্পকলা,
মহাদেব দিল যাঁরে ত্রিশূলের ফলা।
অনুরাগ ভালোবাসা প্রতীকী সমান,
যমরাজ দিয়ে যায় গদা এক শান।
অটল ঐক্যের তরে মানবের খেলা,
দেবরাজ ইন্দ্র তাই বজ্র দেন মেলা।
নির্মল চৈতন্য সত্তা আসে দিকে দিকে,
শেষ নাগ সাপ দানে আনে পূণ্য এঁকে।
অগ্নি দেন অগ্নিদেব জ্ঞানে গুণে তবে,
দশ হাত পূর্ণ হয় মহামায়া ভব
তাং- ০৯/০৭/২০২০ ইং