নক্ষত্র পতন হয় একাধারে যত,
কোথা গেলে ফিরে পাই
ধনাগার অত!
একছত্র আধিপত্য ছিল শুধু যার,
ফুট বলে ম্যারাদোনা
ডাক নাম তার।
বল নিয়ে চলে যেত দ্রুত বেগে কেটে,
আশেপাশে নাগাল কে
পায় তারে এঁটে?
বিশ্ব কাপ জয়ী হয় খেতাবে ভূষণ,
চারিদিকে অভিষেক
ভারি হয় ক্ষণ!
গুপ্ত গোলে খ্যাত হয় 'ঈশ্বরের হাত',
শত চক্ষু অন্তরালে
করে কুপোকাত।
সফল জনম তার এ পৃথিবী জোড়া,
সুখে থাক পর পারে
তব আত্ম গোড়া!
তাং- ২৭/১১/২০২০ ইং
----