ঝড়ের আবেগ তুলে আগেভাগে কেউ,
শঙ্কিত দলিত রীতি
রাখে ধরে সেও।
মাঝেমাঝে নাড়া দেয় স্বভাবের দল,
বিক্ষিপ্ত খেলনা এক
হয় অবিচল।

সাহসের একবিন্দু যদি পায় মনে,
যুদ্ধজয়ে নাহি পিছে
হৃদয়ের সনে।
ভালোবাসা দিলে তারে ক্ষতি নেয় তাতে,
শক্তিবল বাড়ে আরো
উদ্যমী ঐ প্রাতে।

এসো তবে খেলা করি মনঃপূত ছলে,
ভুল যদি হয় কারো
ক্ষম কৌতূহলে!
দরদীর মন হোক পৃথিবীর বুকে,
বাঁধা, ভয় দূরে যাবে
অতিশয় সুখে!

তাং- ১৯/০৩/২০২১ ইং