অনেক শুনেছি গুণগান,
যদি দেখা পাই বলে যাব সব কথা!
রক্ত যেভাবে শিরা ও
উপশিরায় বহন করে চলে অক্সিজেন।
কল্পনায় এঁকেছিলাম তোমার রূপ,
এই আষাঢ়ের কথা শুনতে শুনতে
একদিন ঐ অদেখা রূপ চোখে ভাসে।
শ্রোতা হতে বাদ সাধে মন!
আর তখনই,
বেতার মাধ্যমে যোগ হয় উড়ো চিঠি,
আদান-প্রদান হয় মেঘ-বৃষ্টি গল্প!
পাথর চাপানো মন আহ্লাদিত হলো,
অদেখার শ্রাবণকে ডেকে ডেকে...
যাক অবশেষে,
দখিনা বাতাস কিছু বলে গেলো আজ!
তাং- ২৯/০৬/২০২০ ইং