দৈহিক সীমাবদ্ধতা থাকতেই পারে-
তাই বলে মহাশূন্যে পাড়ি দেয়া অসম্ভব নয়!
উপযুক্ত আয়ত্তীকরণে সব রণাঙ্গনে
বিজয় অর্জন করা স্বাভাবিক।

স্রষ্টার চালনা শক্তি অতি সূক্ষ্মতম,
নিয়ন্তা সবকিছুতে সুপ্ত শক্তি দিয়ে
পরিচালনায় অনুরক্ত।

তোমাদের ভালোবাসা পারে সব বাঁধা ঠেলে
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে চলতে।
অক্ষমতা জয়ে শুধু সহায়ক শিক্ষা
আর কৌশল অবলম্বনে মুক্তি মেলে।

কতো সীমানা পেরিয়ে আজ বিজয়ীর দল
প্রভূত আত্মশক্তিতে বলীয়ান।

পঞ্চ ইন্দ্রিয়ের এক দ্বার বন্ধ হলে
হাজারো পথের দ্বার উন্মোচিত হয়।
প্রশিক্ষিত অটিস্টিক এই সমাজের
চালিকা শক্তির হাতিয়ার।

তাং- ০২/০৪/১৯