নীড় হারা পাখি করে ডাকাডাকি
মনেতে শঙ্কা হাজারো,
কোথা মেলে সুখ হাসিমাখা মুখ
প্রাণ সঞ্চারে আবারো!
কালো মেঘে ঢাকা প্রতিহত থাকা
বেদনার কালো জলেতে,
সুদিনের তরে আশাতীত লড়ে
বেঁচে থাকা দায় আদতে!
কবে কার সাথে বসে থাকা পাতে
হবে দেখা শুধু আশাতে,
জননীর চোখে আপামর লোকে
সুখ খোঁজে ভালোবাসাতে।
আশা থাক আজ আগামীর তাজ
পরা হবে কোন একদিন,
সে টুকু সময় হবে জানি ক্ষয়
শয়নে-স্বপনে ভেবে লীন।
অমানিশা কাল কেটে যাবে হাল
ধরণীর মায়া-মমতায়,
হাতে হাত ধরে জড়াবে আদরে
অনুভূতি সব সমতায়।
এই এক সুর নিয়ে যাবে দূর
মহাকাল পাড়ি জমিয়ে,
কর তবে প্রাণ মহা পরিত্রাণ
দেহ থেকে দেহে ছাড়িয়ে!
তাং- ২৯/০৪/২০২১ ইং