এক গুচ্ছ গোলাপের ভালোবাসা পেয়ে
দিকে দিকে সমাদৃত,
এক আলোকবর্তিকা!
স্বভাবত যার আদিগন্ত- নক্ষত্রের শোভা আর
বিরাজমান খ্যাতির কোনো কম নেই
সুস্বভাবে!
রজনীর অন্তরীক্ষেও অনায়াসে চেনা
যায় সেই উজ্জ্বল নক্ষত্র!
যার আছে- দিতে পারে সহজেই...
এতে ঐ নক্ষত্রের রাতের শোভা ক্ষুণ্ণ
হয়না কিছুতে জানি।
শাণিত শাসন আরও বেড়ে উঠে
প্রকৃতির ময়দানে...
কেউ তাকে হিংসা, ভালোবাসা মন থেকে
যা-ই করুন না কেন- দীপ্তিমান
দীপ জ্বেলে যায় অবিরত।
তাং- ২২/০৫/২০২০ ইং