তোমার আশায় আছি পথ পানে চেয়ে,
যদি ফিরে আসো আজ
ধন্য হব পেয়ে।
কোন অভিমানে তুমি অন্য দ্বীপান্তরে,
ঐখানে কেমন তৃপ্তি
প্রেয়সীকে ছেড়ে?
একদিন বলেছিলে স্বর্গসুখ এতে,
সব বুঝি ভুলে গেলে
ভিন্ন সুখে মেতে!
শ্রাবণ ধারায় বসে মেতেছিলে কতো,
এ শ্রাবণ তুমি বিনে-
এ কেমন ক্ষত!
ভালবাসা মিছেমিছি এ জগতে হায়,
ক'জনে মাহাত্ম্য বোঝে
ঠিক এ ধরায়!
তাং- ১১/০৭/২০২০ ইং