কতো লোক চলে গেলো দূর হতে দূরে,
ফাঁকা হলো মাঠ ঘাট ফাঁকা দিন জুড়ে!
কেউ যেন কারো নয় থেকেও না থাকা,
কেমন কোভিড এল নাক মুখ ঢাকা?

যোগ, বিয়োগের খেলা চলে প্রতিদিন,  
আঁধার ঘনায়ে আসে এ চিত্তে বিলীন!  
ফ্যাকাসে মানব মন একঘেয়ে ঘরে,
দিবালোকে স্বপ্ন দেখে বাতায়ন ধরে।

চালবাজি চাল চালে লাভের আশায়,
কোন পথে গেলে পাবে একছত্র আয়?
প্রাণের অস্তিত্বে আর কিবা যায় আসে,
হাতের মুঠোয় যেন বিশ্বটাকে ত্রাসে!

আমি তুমি কেউ নয় করোনা এবার,
দুনিয়া পাল্টাবে আজ হিসেবে সবার!

তাং- ১৭/০৭/২০২০ ইং