শ্রাবণেরই অঝোর ধারা,
প্রবল বন্যা বয়ে সারা,
পানি বন্দী লোকে!
কেহ আবার খরায় মারা,
বৃষ্টি চাহে অতি তাড়া,
তপ্ত জ্বালা শোকে।
নিত্য দিনে মেঘেরই সাজ,
মহা শব্দে বজ্র আওয়াজ,
হুর-মুড়িয়ে নামে।
যখন খুশি ভাসিয়ে কাজ,
শীতল জলে ভিজিয়ে আজ,
করলে ধরাধামে।
অনিয়মে ধরণী তার,
দিচ্ছে না-তো একটুও ছাড়,
প্রাণীকুল সংকটে।
বৃক্ষ কেটে শুধুই উজাড়,
ভারসাম্যে এসো এবার,
বনায়নের তটে।
অস্তিত্বের এই ধরণীতল,
রক্ষা মানে করো সচল,
প্রাণপণে তবে।
যত্ন নিলে রত্নে ভূতল,
সমন্বয়ে তার প্রতিফল,
সখ্যতারি ভবে।
তাং- ২২/০৭/১৯ ইং