ষড়ঋতুর পালাবদল অবিরত চলছে,
নিয়মে ও অনিয়মে ধরিত্রী আজ ফুলছে!
দহনের এই দাবানলে পোড়ে কভু মন-প্রাণ,
বারিপাতে আসে ফিরে স্বস্তিতে নব-প্রাণ।
ঝরে পড়ে অবিরামে শ্রাবণের এই ক্রন্দন,
হরষিত কুঞ্জ বনও শোভা রূপী বন্ধন।
বৃষ্টিপাতে নৃত্যরত লতা গুল্ম যতো,
একাকিনী মগ্ন চোখে বাতায়নে কতো!
দিনমণি আড়ালে আজ মেঘপুঞ্জ ঢেকে,
তপ্ত জ্বালা আগ্রাসনে উচ্চনাদে ডেকে।
অথৈ জলে চারিদিকে প্লাবনেরই প্রভা,
সাগর রূপী কন্যা যেন স্থলভাগে শোভা!
যানবাহনের যানজটে-তো নেইকো এখন মেলা,
অবসরে শব্দ দূষণ- জল তরঙ্গে খেলা।
শ্রাবণের এই ধারা বহে সুখ উল্লাসে চড়ে,
কারো আবার সর্বনাশে- বান ভাসিতে পড়ে!
নিয়ম মেনে ঝরুক বারি আষাঢ়-শ্রাবণ তারি,
তবেই ধরা রক্ষা পাবে ধনে-জনে ভারি!
জীব কূলের জীবন সুধা শ্রাবণেরই ধারা,
ধরণীতে প্রাণ সংহারে করলে পাগল-পারা।
তাং- ১৮/০৭/১৯ ইং