যা দেখো অবাক লাগে
অ-দেখাকে দেখো আগে!
ক্ষণিক মুহূর্ত তার
শিহরণ জাগায় আবার,
এ দেখা প্রথম জানি
তাই ভেবে বিচলিত- এ মন এবার!
ছন্নমতি হয় তবে
যতক্ষণ না- এ বাসনা পূরণ হবে!
ক্লান্তিতে আসে না ঘুম
স্বপ্নের চূড়ায় এক বাজে মহা ধুম!
এ বিরাট পৃথিবীতে কতো দান ছড়ানো ছিটানো,
এ সব তোমার তরে নয়-তো বিছানো।
তাং- ২১/০৯/২০২০ ইং