পৃথিবী এখনো টিকে আছে
পবিত্র আত্মার জন্ম হয় বলে।
তবে, আত্মা মাত্রেই পবিত্র!
নিম গাছ,
এন্টিবায়োটিক মেডিসিন থেকে আরো...
এর ধর্ম রক্ষা করে চলে চিরায়ত
মুক্তিরই এক অলিখিত সংবিধান মেনে।
জীবন ধারণে- অন্ন, বস্ত্র, বাসস্থান
কতো না মৌলিক অধিকারে সুলিখিত
বাণী বন্দনার উপাখ্যান...
অসময়ে- ধনাঢ্যের ধন
প্রাণসঞ্চারক এক মহান টনিক,
অভুক্ত আত্মার আশীর্বাদে পরিপূর্ণ হয়
পবিত্র আত্মার জন্ম।
আমারও এভাবে ইচ্ছে করে,
যদি এমনই একটি খাতায় স্বীয় নাম...
আহা! কতো জনমের সাধ,
কতো সুখ এতে!
কতো না মহৎ- আমাদের সেই
মহান চৈতন্য সত্তা!
তাং- ২১/০৫/২০২০ ইং