মহামারি ব্যাধি যারে কামড় দিয়ে ধরে,
চিত্ত সুখের বিত্ত বৈভব সব গেলো তার মরে!
নামি-দামি আহার্য সব তিক্ত লাগে স্বাদে,
চাকচিক্য এ দেহখানি নির্জীবে আজ কাঁদে।
শঙ্কা যখন ভিড়ে ঘাটে, মাঘে- শ্রাবণ আনে,
সুখ পরীদের যায় না দেখা মরা নদীর বানে!
পুষ্প শয্যা নিছকে সার এপাশ-ওপাশ শুধু,
ঘুম আসে না বিলাস প্রিয় আয়েশী মন ধু-ধু!
সর্বস্ব যার সৃষ্ট আছে বিশ্ব জগত মাঝে,
তবু্ যেন নেইকো খোলা এক দুয়ারও কাজে!
তিলে তিলে ক্ষয় করে যায় অন্তঃকোণে যারে,
চোরাবালি হঠাৎ করে তলিয়ে ফেলে তারে।
এ-তো বিধির নির্মমতা চলছে দেখ কত,
সব দিয়েও পূর্ণতারি- একটু রাখে ক্ষত।
দুর্ভাবনার মর্মপীড়া অবিরত টানে,
আগাম ঝড়ে ঝরায় জীবন শেষ বেলারই পানে!
তাং- ০১/০৯/২০২০ ইং