সবকিছুতেই ছন্দ চলন
ব্যস্ত জীবন সঙ্গীতে,
ছন্দ শেখার কলাকৌশল
রপ্ত করবে ইঙ্গিতে।
হাঁটতে ছন্দ বসতে ছন্দ
গাইতে ছন্দ প্রয়োজন,
কাব্য লিখতে কবির কলমে
নানা ছন্দের আয়োজন।
সাগরের জলে ঢেউয়ের খেলা
ছন্দের তালে অবিরাম,
পর্যটকের মন কাড়ে তাই
সৈকতে চোখ রাখলাম।
ঋতু চক্রের নিয়ম মেনেই
আষাঢ় শ্রাবণ বর্ষণে,
শুকনো পাতায় মর্মর ধ্বনি
মাঘের শীতেই কনকনে!
আসুক যতই বিপদ-আপদ
বিধির বিধানে স্বীকার্য,
ছন্দ পতনে জীবন অকেজো
সত্য ন্যায়ের আচার্য।
তাং- ২৪/০৮/১৯ ইং