ঐ পাড়ায় গীতবাদ্য হয় দেখে
দুঃখ হয় মনে মনে,
কবে যে গায়ক হবো...
যেতে ইচ্ছে হয় খুব করে
আভিজাত্যের পরনে খোলস মোড়ানো বেশ ঢঙ!
অথচ এবার-
ভরা জলসায় তুচ্ছতাচ্ছিল্যে পূরবীর তান!
তবু,
একটু একটু করে উঁকি মেরে দেখে
কতদূর এগিয়ে গেলেন সূর্য সেন!
সিসি ক্যামেরার পাহারায় বেমালুম,
নারী ফুটেজের অদৃশ্য চেহারা...
ভাবে আবারও পরাস্ত হলাম...
তাং- ০৬/০৭/২০২০ ইং