আনন্দের ঘরে হানা দেয় শত্রুদল
কেউ যুদ্ধজয়ে ক্ষান্ত,
কেউ হিসেবের অংকে বেসামাল!

কৃষ্ণচূড়া গাছে গাছে লাল-সবুজের
কত মেলা,
বিজয়ের মালা গেঁথে গেঁথে বসে আছে
একটি দিনের তরে।

অপশক্তি- পরাজয় হলেও
অমানিশা রাতের ব্যথায় ব্যথিত এ দেহ এখনও!

সাদা পায়রার দল অপেক্ষায়,
অশ্রুজল মুছে দিয়ে
শান্তির বারতা দিয়ে যাবে বলে!

তাং- ১২/১২/২০২০ ইং