জানি বুলবুল গানেরই পাখি,
আজ এলো অন্যনামে
ঘূর্ণিঝড়ে- মহামারি ডাকি!

শান্ত নদে শান্ত নীড়ে
অশান্ত উত্তাল হও যদি,
রেখে যেও ভালোবাসা
ওগো বুলবুলি
আমরই শান্ত মনে শান্ত নদী।

তোমার পবনে মুছে দিও
দুষিতের উন্মাদনা যত,
রেখে যেও কার্তিকের অনুরাগ
দুরাশার আশা- আজি শত-শত!

তাং- ০৯/১১/১৯ ইং