ফুল ফুটেছে বাগান জুড়ে
দেখছে সবে মুগ্ধতায়,
কেউ মেতেছে সংগ্রামে এক
সুন্দরে তার দুঃখ হায়!
তবুও মুখে বাংলা গানে ক্ষান্ত কারো নেই তো ভাই,
বিলাপী মন ক্রন্দনে কার দগ্ধ চোখে ব্যর্থতাই!
ফাগুন আসে সবুজ বনে
কারো দোহাই নেই তো এর,
কুলটা দল সন্ধানে তার
চূর্ণ করা ফন্দি ফের!
এমন করে দমানো কি মুখের ভাষা বন্ধ হয়?
বর্ণমালা- বাংলা তথা আপনা শিরে বিশ্ব জয়।
তাং- ০৬/০২/২০২১ ইং