বৃষ্টি ভেজা বরষায় নবযৌবনা বসন্ত তুমি,
রাশি রাশি কালো মেঘে ঢেকে আছে নীলাকাশ চুমি!
বেদনার চোরাবালি খেলে যায় অন্তরে অন্তরে,
অসহ্য মূর্ছনা এক- সুর করে অদৃশ্যের তরে।
জীবন সাজাতে চাই নব নব আলোক ছটায়,
পৃথিবীর রূপ-রস পাল্টে দেবে সৌন্দর্য ত্বরায়!
তাই বুঝি এলো এক অপরিচিতা গোলাপ ফুল,
বৃন্ত ছুঁয়ে দেখি আহা! কতো জনম আগের কুল!
ত্রিশ বসন্তের পর- দেখা দিল আকাশের তারা,
আহ্লাদে মেতেছে ক্ষণ কুশলাদি আলাপনে সারা!
নবজাগরণে দেখি আজ শুধু ভার্চুয়াল খেলা,
তোমার কি দেখা হতো আর- এ কোন জনম বেলা?
এক গ্রহে বাস করে বাসিন্দারা দূরে থেকে দূর,
সুখের ঠিকানা বুঝি গেয়ে উঠে চির চেনা সুর!
তাং- ২০/০৬/২০২০ ইং