সকাল বেলায় জেগে উঠি,
এক টুকরো রোদ দেখবো বলে।
সোনালী রঙের আভায় উদ্ভাসিত তুমি
সেই ছোট বেলা থেকে আজ অবধি
পাঠশালা, জীবন, জীবিকা সব একসাথে,
তুমি যে আমার প্রিয় বন্ধু!
বিত্তহীন পিতা মাতা সর্বস্ব উজাড় করে দিল
মেধাবী ছেলের তরে।
আমার চিত্রটা তার উল্টো ছিল জানি,
আমরা এখন পরিণত,
ভিন্ন গতি পথে যাত্রা বলে
বন্ধুত্বের টান একটুও কমতি নেই।
জীবনের বাঁকে বাঁকে, সুখে-দুঃখে
সব কিছু ভাগাভাগি হতো,
তাতে কোনো খাদ নেই রত্তি পরিমাণও।
রক্তের বন্ধন সব হয় তা-তো নয়,
তিল তিল গড়ে উঠা আত্মিক সম্পর্কই বড় কথা!
পড়ন্ত বিকেলে কেউ সূর্যাস্তের শোভা দেখে চলে,
যা আমি কখনো দেখতে চাইনি!
যদিও প্রকৃতি তার নিয়মেই চলে,
কেউ চিরতরে যায় অসময়ে!
মেনে নিতে কষ্ট হয়- কিছু কিছু স্মৃতি
পড়ন্ত বিকেলে বিস্মৃতির শোভা হয়ে রয়!
তাং- ১৯/১১/১৯ ইং