এক জনমের- বে হিসেবী মেহনত,
কতো আয়-ব্যয় আর
সঞ্চিত ইজ্জত!
সুখ-দুঃখ জমা হতে হতে ক্লান্তি আসে,
স্বপ্নের জমিন-
কাকের কর্কশ ডাকে!
হিসেব-নিকেশ নেয় একদিন ছুটি-
অনেক ছড়ানো কতো
সংগ্রামের খুঁটি...
এ জনমে বিশ্রামের বড় প্রয়োজন,
বুনিয়াদে গড়া নেই,
এর আয়োজন!
গতি নয়- স্থিতিও দরকার সবখানে,
এ পুঁজি অন্তিম পথে
বয়ে যাবে সম-ব্যবধানে।
অনন্ত,অসহ্য এক বিরামের নেই দরকার,
এ এক কঠিন মর্মপীড়া-
তিলেতিলে মরবার!
তাং- ২৫/০৬/২০২০ ইং