শেষ হলো বিষে মাখা বিশের রজনী!
অপেক্ষায় থাকে সুখ নিয়ে সুখী হবে
একুশের নতুন জীবন।
তবুও পোড়া মুখ
ভাবনার তলানিতে হিসেব কষতে
কষতে কোথায় জানি হারাতে বসেছে!
আতস বাজিতে বেসামাল মন আজ,
রাত বারোটার অপেক্ষায় কেউ বসে
নেই, একটু বেদনা হারানো তৃপ্তির
পরশ খুঁজতে সাতরঙের ঝলকে
অতীন্দ্রিয় চেতনার গান।
হ্যাপি নিউ
ইয়ার- আবার যেন নব জাগরণে
জেগে উঠে।
বছরের দুর্ভাগ্য আতঙ্ক
মুছে গিয়ে আনন্দ আর সুখের
পরশ বুলিয়ে যাক নতুন বছরে...
তাং- ৩১/১২/২০২০ ইং