একাকীত্ব জীবনের ইতিকথা
আজ কেউ শুনতে আসে না বলে অভিযোগে
চোখে জল নামে গঙ্গাধারা হয়ে!
আমিও শোনাই সান্ত্বনার বুলি,
আত্মকথনের কিছু স্মৃতি, দুঃখ লাঘবের কিছু কথা।
এ এক জীবনে কত স্বপ্ন- রিমঝিম বৃষ্টিপাতে
ভাসাবো চোখের দৃষ্টি, আহা! কত সুখ!
ভাবনারা ভাবনাই থেকে যায়,
কারো কারো প্রান্ত সীমানায় হিসেব-নিকেষ নিয়ে।
সবকিছু হয় না নিজের মত করে,
শাশ্বত সত্যের বাণী ধরা দেয়
এক অমোঘ কাহিনী হয়ে!
এ নিয়ম হয়তো আপনা নিয়ন্ত্রণে থাকেনা বলেই...
শুধু বিনিময়ে মন ভরে- আর তাতে
যেটুকু তৃপ্তির আশা মেলে!
তাং- ৩১/০৫/২০২১ ইং