দুঃখ সব আসে তেড়ে সুখ ছোঁবে বলে,
সুখগুলো দ্রুত বেগে যায় হেসে খেলে।
সর্বনাশা ভাগ্য পুড়ে আসে কষ্ট চিত্তে,
কারো তাই পোয়া-বারো সতত ঐ বৃত্তে।
অতি কষ্টে বীজ বুনে সুখের আশায়
বিনা শ্রমে অন্য কেউ উপস্বত্ব খায়।
কেমন বিচার তবে যোগ-বিয়োগের,
হেরে গিয়ে, জিতে কেউ দুঃখ ও সুখের!
আত্মার বেদন কথা তিক্ত জন জানে,
পরিত্রাণ নেই কারো- হানিকর পানে।
অহরহ লুকোচুরি চলে হর্ষ-ক্ষোভ,
মানব আতংক শুধু আপনার লোভ।
ভাগ্যের উত্থান আর পতন যতেক,
কেউ ভোগী, কেউ ত্যাগী সৃষ্টিতে শতেক।
জয়ের অমৃত বাণী খেলে যায় মনে,
পরিণাম পাবে জানি কাল এ ভুবনে।
তাং- ০২/০১/২০২০ ইং