আসি আসি করে তুমি বিদায় নিয়ে গেলে,
কান্না ঝরা চোখে আজি ভক্ত হৃদয় মেলে।
এ কটা দিন আনন্দ বেশ ছিলো জগৎ জুড়ে,
ভোলা যায় না এতো মজা শান্ত সুখে নীড়ে!
কতো আশা ভালোবাসা দিয়ে গেলে তুমি,
তোমার তুল্য কোথা পাবে- শ্রেষ্ঠ দেবভূমি।
ধরাধামে স্বর্গরাজ্য নিয়ে এলে সাথে,
যত ব্যথা ভুলেছিল মর্ত্যে পেয়ে প্রাতে।
আলোকিত গ্রহ তারা বনরাজি যত,
সুখপ্রদ স্বপ্ন পবন বহে অবিরত।
প্রতীক্ষিত মনে তুমি নিবৃত্তি দিও,
নশ্বর অসম শক্তি নিত্য কেড়ে নিও!
তাং- ০৮/১০/১৯ ইং