কিছু স্মৃতি, কিছু ভালোবাসা
যাক না এভাবে জীবনের পথ বেয়ে!
কথা হোক- তার সাথে নিরবধি
সময়ের সীমানা পেরিয়ে!
শরতের কাশ ফুলে খুঁজে ফিরি
ফেলে আসা স্মৃতিটারে,
এ ভবে থাক না বেঁচে রোমন্থন- স্বকীয়তা ভরে।
কথা হোক- চুপি চুপি হৃদয়ের অন্তরালে,
জেগে থাক ভালোবাসা জন্মে-জন্মান্তরে!
আসা-যাওয়া এইতো তোমার জগতেরি খেলা,
তবু্ তুমি ছায়া হয়ে থাকো সারা বেলা।
মহানবমীর পুণ্য লগ্নে আত্মহারা আজ,
মহা মিলনের সকরুণ সুরে
বিদায় বেলার সাজ!
তাং- ০৭/১০/১৯ ইং