একটি ভোরের প্রতীক্ষায় ছিল
এ বাংলার জনগণ,
একটি নতুন দিনের আশায় ছিল
বন্দি শিবিরের- কতো যে রজনী!

অথচ কারোর স্বপ্ন-
কালো রাত কালো হয়ে থাক
অন্ধকারময় হয়ে...

প্রকৃতির নিয়মেই
নিশাবসান হলেই বা কী...
জনক হারানো ব্যথা- বয়ে চলে
আজও...

তাং-  ০৩/১১/২০২০ ইং