যদি তুমি ফিরে এসো আরেকটি বার
সাজাবো পৃথিবী তব অক্ষর সমেত,
মহীয়ান দিয়েছিল কত উপহার
শেষ নাহি হবে জানি এত সমবেত!
চাঁদের কিরণ যার এঁকে যায় স্মৃতি
তারাগুলো ঝলমলে জেগে রয় আজ,
সৃজন মহত্ত্ব সুখে অনিবার কীর্তি
উর্বরা ধরণি রাখে যত্নে কারুকাজ!
অগণিত দল বলে এ ধন আমার
ফুরিয়ে আসা যে ক্ষীণ; ওহে মহৎ প্রাণ!
লক্ষ লক্ষ শব্দ দলে সহস্র আধার
অগ্নিশিখা অমলিন রেখেছে আখ্যান।
মানব প্রকৃতি প্রেম বোধ প্রাপ্ত যিনি
মহাত্মা স্মরণে শুধু এ দিনেই তিনি।
তাং- ০৮/০৮/২০২১ ইং