আজ থেকে বহুকাল,
বহুদিন আগে,
এক ঝড় উঠেছিল
এ বাংলার বাগে।

অন্ধকার রাতে যারা
নিয়েছিল প্রাণ,
তাদের অস্তিত্ব আজ
হলো খানখান!

নিয়তির ডুবো জলে
খেলে তারা আজ,
ইতিহাসে ক্ষমা নেই-
আছে শুধু লাজ!

সোনার বাংলাতে ফলে
শস্য দানা কত,
চিরদিন হবেনা-তো
উচ্চ শির নত!

তাং- ২৫/০৩/২০২১ ইং