বিবেক চেতন শক্তি,
জাগরিত মন
পরিপূর্ণ হয় তবে
মনুষ্য মনন।
কিছু ত্রুটি থেকে যায়
জন্ম থেকে যার,
সঠিক সজাগে বাড়ে
বুদ্ধিবৃত্তি তার।
নিবিড় সেবায় যত্নে
সেও কর্মক্ষম,
অবহেলা নয় তারে-
সোহাগে সক্ষম।
পরিচর্যা পারে যদি
উদ্যান সাজাতে,
অটিজম নয় বোঝা
সমাজের হাতে!
তাং ০২/০৪/২০২০ ইং